Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১০:৩১

কানসাট বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিল।

চাঁপাইনবাবগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে মহিলাদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কানসাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে কানসাট বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কাণ্ডারি ছিলেন। তার মৃত্যুর এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এ কাজটি যখন আমরা পূর্ণরূপে করতে পারব তখনই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিকের যোগ্যতা অর্জন করতে পারব।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ বিশ্বাস ও স্বেচ্ছাসেবকদল নেতা নাইমুল হকসহ অন্যরা। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর