ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র ৫ মাস। এরই মধ্যে ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিশ্বকাপের আগে ‘রোড টু ২৬’ সিরিজ খেলবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া।
‘রোড টু ২৬’ সিরিজের ম্যাচগুলোর দিন,তারিখ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। ফিফা আন্তর্জাতিক বিরতির সময়ে যুক্তরাষ্ট্রের বোস্টন, ফ্লোরিডার অরল্যান্ডো এবং ওয়াশিংটন ডিসি অঞ্চলে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ফ্রান্স অবস্থান করছে তিনে, ব্রাজিল পাঁচে, ক্রোয়েশিয়া দশে এবং কলম্বিয়া ১৩তম। আগামী ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল ও দিদিয়ের দেশমের ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
পরের দিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ ও ২০২২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া।
২৯ মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলম্বিয়া ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
অরল্যান্ডোতে ব্রাজিল–ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ। ১ এপ্রিল ভোর ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।
৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে আগামী ১১ জুন, শেষ হবে ১৯ জুলাই। তিনটি দেশের ১৬টি শহরে আয়োজন করা হবে বিশ্বকাপ।