ঢাকা: কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন ত্রুটি দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে ইসিতে আপিল করেছিলেন তিনি।
শুনানি শেষে হামিদুর রহমান আযাদের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা গত ২ জানুয়ারি যে কারণে উনার মনোনয়নপত্র বাতিল করেছিলেন, আমরা তার বিরুদ্ধে যথাযথ তথ্য ও যুক্তি দিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলটি মঞ্জুর হয়েছে এবং তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা নেই।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বর্তমানে আপিল শুনানি চলছে।
প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার-২ আসনের জামায়াত নেতা হামিদুর
স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১২:৫৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫
১০ জানুয়ারি ২০২৬ ১২:৫৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫
সারাবাংলা/এনএল/এনজে