Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থিতা ফিরে পেলেন কক্সবাজার-২ আসনের জামায়াত নেতা হামিদুর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১২:৫৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি: সারাবাংলা

ঢাকা: কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন ত্রুটি দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে ইসিতে আপিল করেছিলেন তিনি।

‎শুনানি শেষে হামিদুর রহমান আযাদের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা গত ২ জানুয়ারি যে কারণে উনার মনোনয়নপত্র বাতিল করেছিলেন, আমরা তার বিরুদ্ধে যথাযথ তথ্য ও যুক্তি দিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলটি মঞ্জুর হয়েছে এবং তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা নেই।’

‎উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বর্তমানে আপিল শুনানি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর