Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৮:০১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে গত ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। এক বছরে আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা। একই সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫ হাজার কোটি টাকা বেশি।

শনিবার (১০ জানুয়ারি)প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ শুরু হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে জানানো হয়, ইসলামী ব্যাংক টানা ১৮ বছর ধরে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। গত এক বছরে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৬ হাজার কোটি টাকা। এছাড়া ২০২৫ সালে ইসলামী ব্যাংক আমদানি ও রপ্তানি বাণিজ্য করেছে যথাক্রমে ৫৯ হাজার ৬১৪ কোটি টাকা এবং ৩১ হাজার ৫০৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

বর্তমানে ইসলামী ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটিতে, যা এক বছরে বেড়েছে প্রায় ৫০ লাখ। ব্যাংকটি দেশের বিভিন্ন স্থানে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, ২ হাজার ৭৮৮টি এজেন্ট আউটলেট এবং ৩ হাজার ৪০টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে সেবা প্রদান করছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর