Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১০:৫৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৩:২৮

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট মানে জনগণের সরাসরি মতামত। গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

তিনি বলেন, আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

শনিবার (১০ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান দলের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

পোস্টে জামায়াত আমির আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান।

বিজ্ঞাপন

‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।

তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।

বিজ্ঞাপন

শাকিব খানের সঙ্গে ফিরতে চান অপু!
১১ জানুয়ারি ২০২৬ ১৮:০৭

বগুড়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
১১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর