Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ব্যালটে রাজনৈতিক প্রচার করলেই এনআইডি ব্লক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১২:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৯

নির্বাচন কমিশন ভবন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: এবার প্রবাসী ও দেশে বসবাসরত তিন শ্রেণীর ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এক্ষেত্রে ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনোকিছু লিখে রাজনৈতিক প্রচারে অংশ নিলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

‎রোববার (১১ জানুযারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে ইসির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সব ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধুমাত্র আপনি সংগ্রহ করুন। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের উপর কোন কিছু লিখে রাজনৈতিক প্রচার প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’

‎এবারই প্রথমবারের মতো নির্বাচন কমিশন থেকে প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

‎এরই মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে মোট পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর