Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি

ইবি করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩

ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি জাকারিয়া হোসাইন। ছবি: সংগৃহীত

ইবি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের একই শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাফি। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহিদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী।

উল্লেখ্য, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি সই করা ব্যালট পেপারে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ গ্রহণ করা হয়। তাছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর