Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা-কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে শুনানি চলতি সপ্তাহে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৮:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২১:০০

ঢাকা: জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিকিউশনের আবেদন চলতি সপ্তাহেই চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, ‘আমরা মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি। আগামী দু-একদিনের মধ্যেই শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন দাখিল করা হবে। চেম্বার জজে শুনানি শেষে বিষয়টি ফুল কোর্টে যাবে। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণ বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করবেন।’

বিজ্ঞাপন

প্রসিকিউটর আরও বলেন, আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির জন্য শুনানি করতে হবে। প্রসিকিউশন এই বিধানের ওপর গুরুত্ব দেবে।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। এর আগে ২৭ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা করা হয় গত ১৭ নভেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল। একই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর