Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ষাটোর্ধ্ব নারীর রহস্যজনক মৃত্যু, অভিযোগ ছেলের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯

প্রতীকী ছবি।

নরসিংদী: নরসিংদীতে ষাটোর্ধ্ব এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ওই নারীর ছোট ছেলে তাকে হত্যা করেছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত নারী জয়মালা বেগম (৬৫) নজরপুর ইউনিয়নের বুধিয়ামারা এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, জয়মালা বেগমের মোস্তফা ও মোশারফ নামের দুই ছেলে। তিনি বড় ছেলের সঙ্গেই বুদিয়ামারাতে স্বামীর বাড়িতে থাকতেন। আর ছোট ছেলে মোশাররফ দ্বিতীয় বিয়ে করে একই ইউনিয়নের দড়ি নবীপুরে পরিবার নিয়ে বসবাস করেন।

জানা যায়, জয়মালা বেগমের স্বামী মারা যাওয়ার পরেই ছোট ছেলে মাকে চাপ দিতে থাকেন বাবার জমি লিখে দিতে। সবশেষ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাকে তার বাসা দড়িনবীপুর নিয়ে যান মোশাররফ। পরে রাতেই মোশাররফ তার বড় ভাই মোস্তফাকে ফোনে যানায় তাদের মা আর বেঁচে নাই।

বিজ্ঞাপন

পরে বড় ভাই ঘটনাস্থলে গিয়ে মায়ের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন।

ওই নারীর বড় ছেলে মোস্তফা মিয়া অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই পৈত্রিক সম্পত্তি লিখে দিতে মাকে চাপ দিচ্ছিলেন মোশাররফ মিয়া। মা জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে তার বাড়িতে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তির বিচার চাই।’

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পরিবারের স্বজনরাই সদর হাসপাতালে নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পরে বলা যাবে।’

পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর