ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে চার দিনের শুনানিতে জাতীয় পার্টির (জাপা) ২৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজ জাতীয় পার্টির পাঁচটি আপিল আবেদন মঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ৩০টি আপিল শুনানি হয়েছে৷ এরমধ্যে ২৫ জন জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি ৫ জনের আপিল বাতিল হয়েছে। বাতিল হওয়া আপিলকরীরা আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান।
নামে-বেনামে বিভিন্ন অনিয়ন্ত্রিত সংগঠন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। হীন উদ্দেশে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পরিকল্পনা করছে। এভাবে চলতে থাকলে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না, তা একান্তই দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত দিতে পারে না।
৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপা’র ২৫ জন
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮
১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮
সারাবাংলা/এনএল/এনজে