Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপা’র ২৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮

‎ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে চার দিনের শুনানিতে জাতীয় পার্টির (জাপা) ২৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।

‎তিনি বলেন, আজ জাতীয় পার্টির পাঁচটি আপিল আবেদন মঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ৩০টি আপিল শুনানি হয়েছে৷ এরমধ্যে ২৫ জন জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি ৫ জনের আপিল বাতিল হয়েছে। বাতিল হওয়া আপিলকরীরা আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান তিনি।

‎তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান।

‎নামে-বেনামে বিভিন্ন অনিয়ন্ত্রিত সংগঠন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। হীন উদ্দেশে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পরিকল্পনা করছে। এভাবে চলতে থাকলে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে।

‎নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না, তা একান্তই দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত দিতে পারে না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর