ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে মোট ১০০টি আপিল আবেদনের শুনানি শেষে ৭৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শুনানি শেষে, ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো: রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুনানির ফলাফল একনজরে:
মোট শুনানি: ১০০টি আবেদন
মঞ্জুর (বৈধ ঘোষণা): ৭৩টি
নামঞ্জুর (বাতিল): ১৭টি
অপেক্ষমাণ: ১০টি
এক প্রার্থীর প্রার্থিতা বাতিল: আজকের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের ক্ষেত্রে। উক্ত আসনের প্রার্থী মোছাঃ শেফালী বেগমের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়েরকৃত আপিল মঞ্জুর হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আগামীকালের কর্মসূচি: আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৮১ থেকে ৪৮০ নম্বর ক্রমিকের আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে।
ইসির ৫ম দিনের আপিল শুনানিতে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২১:৫১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৫৪
১৪ জানুয়ারি ২০২৬ ২১:৫১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৫৪
সারাবাংলা/এনএল/এসআর