Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কু‎ড়িগ্রাম-৪: স্বামীর আপিলে নির্বাচন থেকে ছিটকে গেলেন স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২২:১২

ঢাকা: কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী লড়াই শুরুর আগেই পারিবারিক লড়াইয়ে হেরে গেলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী মোছা. শেফালী বেগম। নিজ স্বামীর দায়ের করা আপিল আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরফলে এই আসনে লাঙ্গল প্রতীকের ফজলুল মন্ডল টিকে থাকলেও নির্বাচনী রেস থেকে ছিটকে গেলেন শেফালী বেগম।

‎বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে এই বিষয়টি জানা যায়।

‎জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বামী-স্ত্রী উভয়ই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। স্বামী কেএম ফজলুল মন্ডল জাতীয় পার্টির প্রার্থী এবং স্ত্রী মোছা. শেফালী বেগম বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী। প্রাথমিক যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিলেন।

‎বাতিলের কারণ
‎আইন অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। শেফালী বেগমের ক্ষেত্রে এই আইনি জটিলতাটি সামনে এনে ইসিতে আপিল করেন তার স্বামী ফজলুল মন্ডল। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন শেফালী বেগমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

‎দাম্পত্য কলহ ও রাজনৈতিক বিতর্ক
‎একই আসনে স্বামী-স্ত্রী ভিন্ন দলের প্রার্থী হওয়ায় শুরু থেকেই স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফজলুল মন্ডল দাবি করেছেন, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগম সেই দাবি অস্বীকার করে জানান, ব্যক্তিগত মনোমালিন্য থাকলেও আইনগতভাবে তারা এখনও স্বামী-স্ত্রী।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর