Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন নির্বাচনে সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবি’র সংবাদ সম্মেলন

লোকাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৬

বিজিবি’র সাংবাদ সম্মেলন।

বেনাপোল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত সুরক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অভ্যন্তরীণ আইন শৃংখলা রক্ষায় বিজিবি গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে যশোর ৪৯ বিজিবি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বেনাপোল সদর দফতরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে যশোর বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত সুরক্ষা আইনের কারনে যশোরের শার্শা এবং চৌগাছা থানা এলাকায় নির্বাচনি কার্যক্রম তদারকি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিজিবি। এরই মধ্যে এই দুটি উপজেলার সবকটি ভোট কেন্দ্র রেডি করা হয়েছে। যশোর, গোপালগঞ্জ এবং নড়াইল জেলার ১৬টি থানায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে। বিজিবি মোবাইল এবং স্টাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

সীমান্তবর্তী শার্শা এবং চৌগাছা উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি দায়িত্বপূর্ণ এলাকায় ফোর্স মোতায়েন করা হবে। বর্তমানে বিজিবি সদস্যরা অপারেশন ডেভিল হান্ট-২ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

পাশাপাশি সীমান্তে টহল জোরদার করা হয়েছে যাতে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে। অবৈধ অস্ত্র উদ্ধার কার্ক্রম জোরদার এবং জনসচেতনতামুলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সচেতন করার জন্য ইউনিয়ন পর্যায়ে সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় করা হচ্ছে।