Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে নির্বাচনি প্রচারণাকালে জামায়াতকর্মীকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২০:০৮

আহত আলমগীর হোসেন।

ফরিদপুর: ফরিদপুরের নগাকান্দায় খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে তাকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলীতে জামায়াতে ইসলামীর সমর্থিত কর্মী আলমগীর হোসেনকে একই এলাকার বিএনপির সমর্থক মিলন শেখ ও রাশেদ মোল্লা প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে ও পরে হাতুরি পেটা করে আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত আলমগীর ও তার ভাই জাহাঙ্গির বলেন, ‘ফরিদপুর ২ আসনের খেলাফত মসলিস মনোনীত প্রার্থী মওলানা আকরাম আলীর রিক্সা প্রতীকের প্রচারণার কাজ চালিয়ে বাড়ি ফেরার সময় মিলন ও রাশেদ কদমতলী বাজার এলাকায় তাকে অতর্কিত হামলা করে আহত করে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

আসনটির প্রার্থী মওলানা আকরাম আলী বলেন, ‘আমরা তো আচরণ বিধি মেনেই কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের কর্মীকে অন্যায় ভাবে মেরে পরিবেশ নষ্ট করছে। আমি দোষি ব্যাক্তির বিচার দাবি করছি।’

এ বিষয়ে নগরকান্দা উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, ‘ঘটনাটি সাজানো। বিএনপি জোয়ারকে ঠেকানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে আহত আলমগীরের ভাই রিয়াজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।’

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ‘বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর