ঢাকা: পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের মধ্যে পেশাগত গুণগত মান উন্নয়নে অনলাইন, ইলেকট্রনিক এবং প্রিন্ট ক্যাটাগরিতে মোট নয়জনকে পুরস্কৃত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়। পুরস্কার বিজয়ীদের হাতে চেক ও সনদ তুলে দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের তিন ক্যাটাগরির মধ্যে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব। বিশেষ পুরস্কার পেয়েছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম ও ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক মুন্না রায়হান।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। বিশেষ পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন ও স্টার নিউজের স্টফ রিপোর্টার মো. আতাউর রহমান।
অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। বিশেষ পুরস্কার পেয়েছেন জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন ও বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএমএ কালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মুঃ মোহসিন চৌধুরী। তিনি বলেন, বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো দেশের পুঁজিবাজার বিষয়ে স্বচ্ছ, দায়িত্বশীল, গবেষণানির্ভর ও নৈতিক সাংবাদিকতাকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদান করা। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ এবং গণসচেতনতা সৃষ্টিকে আরও শক্তিশালী করা—এটাই এই প্রোগ্রামের লক্ষ্য। পাশাপাশি পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং একটি জবাবদিহিমূলক ও উন্নত পুঁজিবাজার ব্যবস্থার বিকাশে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা আরও সুসংহত করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসি চেয়ারম্যান বলেন, বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে সমবেত হয়েছি—যে উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র পুরস্কৃত করা নয়, বরং দায়িত্বশীল, গবেষণাভিত্তিক, নৈতিক ও প্রভাবশালী সাংবাদিকতাকে স্থায়ীভাবে উৎসাহিত করা।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ কেবল অনুপ্রেরণা নয়, বরং দায়িত্ববোধ আরও শক্তিশালী করবে। আমরা চাই আপনারা আরও স্বাধীন, আরও শক্তিশালী, আরও গবেষণানির্ভর হোন। আমরা চাই গণমাধ্যম হোক পুঁজিবাজারের এক শক্তিশালী ও নৈতিক অংশীদার।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সবসময়ই দায়িত্বশীল সাংবাদিকতার পাশে থাকবে—স্বচ্ছতা, তথ্যপ্রাপ্তি, সহযোগিতা ও জ্ঞানবিনিময়ে আমরা আগামীতেও আপনাদের সঙ্গে কাজ করতে চাই।
পুঁজিবাজার উন্নয়নে আমরা যে সংস্কার, আধুনিকায়ন ও উন্নয়ন যাত্রা এগিয়ে নিচ্ছি—সেই যাত্রায় সাংবাদিকতাকে আমরা একটি শক্তিশালী সহযোদ্ধা হিসেবে দেখি। সকল আবেদনকারী সাংবাদিকদের প্রতি আন্তরিক শুভকামনা। যারা বিজয়ী হয়েছেন—তাদের অভিনন্দন। যারা হননি—তাদের প্রচেষ্টা ও অবদানও সমানভাবে মূল্যবান। তিনি অন্যান্যের মধ্যে বলেন, বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো দেশের পুঁজিবাজার বিষয়ে স্বচ্ছ, দায়িত্বশীল, গবেষণানির্ভর ও নৈতিক সাংবাদিকতাকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদান করা। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ এবং গণসচেতনতা সৃষ্টিকে আরও শক্তিশালী করা—এটাই এই প্রোগ্রামের লক্ষ্য।
পাশাপাশি, পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং একটি জবাবদিহিমূলক ও উন্নত পুঁজিবাজার ব্যবস্থার বিকাশে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা আরও সুসংহত করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।” তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠনমূলক, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করে এবং এ উদ্দেশ্যে যেসব সাংবাদিক কাজ করছেন ‘বিএসইসি’ সবসময় তাদের পাশে থাকবে।
এছাড়াও ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’ এর জুরিবোর্ড সদস্যবৃন্দ যথা: ড. এস এম শামীম রেজা (অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আল-আমিন (সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), এস এম গোলাম সামদানী ভূঁইয়া (প্রাক্তন প্রেসিডেন্ট, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম), মোঃ আনোয়ারুল ইসলাম (নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) ও মোঃ রিজভী আহমেদ (ফ্যাকাল্টি গ্রেড-৪, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস) এবং প্রত্যেক ক্যাটাগরির বিজয়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজার বিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা।
পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।