ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ বাড়তে পারে। এরই মধ্যে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শুক্রবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের প্রভাব দেখা দিতে পারে।
আবহাওয়াবিদ পলাশের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে দেশের অন্যান্য জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকে হালকা শীতের আমেজ বিরাজ করছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের মতোই অপরিবর্তিত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৭০ শতাংশ। দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।