Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ট্রাক খালে পড়ে ১৪ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৮

ঘটনাস্থলে উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় একটি ট্রাক খালে পড়ে অন্তত ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সারগোধার কোট মোমিন এলাকায় গালাপুর বাংললা খালে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

ফয়সালাবাদ থেকে একটি মাজদা মিনি-ট্রাক ২৩ জন যাত্রী নিয়ে ইসলামাবাদে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়।

পুলিশ সূত্র জানায়, কুয়াশার কারণে সারগোধা মোটরওয়ে বন্ধ থাকায় চালক বিকল্প সড়ক বেছে নেন। নিহত সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে সাতজন যাত্রী প্রাণ হারান। বাকি আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। খালটি সে সময় শুকনো থাকলেও, ওপর থেকে পড়ে যাওয়ার তীব্র আঘাতে যাত্রীদের মারাত্মক ক্ষতি হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

জরুরি বৈঠকে বসেছে জামায়াত
১৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৯

বিশ্বে বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা
১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর