Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি বৈঠকে বসেছে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:০৪

ঢাকা: জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

বিজ্ঞাপন

এই প্রেক্ষিতে করণীয় ঠিক করতেই জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বৈঠকে বসেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জরুরি বৈঠকে বসেছে জামায়াত
১৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৯

বিশ্বে বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা
১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর