Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে আলেমদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১১:১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় আলেম সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের শহিদ সাটু হলে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। এছাড়াও সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজ ও জাতিকে সঠিক পথে পরিচালনার ঐতিহাসিক দায়িত্ব আলেম সমাজের ওপর ন্যস্ত। গত ৫৪ বছরে বাংলাদেশের আলেম সমাজ কঠিন সময় পার করেছে। কুরআনের প্রকৃত শিক্ষা ও সত্য তুলে ধরতে গিয়ে আলেমরা বিভিন্ন সময় চাপ, নিপীড়ন ও জুলুমের শিকার হয়েছেন। ফলে অনেক ক্ষেত্রে তারা মন খুলে কথা বলতে পারেননি।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের সামনে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, মসজিদে খুতবা দিতে পারছি। এই সুযোগ তরুণ প্রজন্ম তাদের জীবন ও রক্তের বিনিময়ে এনে দিয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামী দল ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অধিকাংশ ইসলামী ও দেশপ্রেমিক শক্তি জামায়াতে ইসলামীর সঙ্গে একসঙ্গে পথ চলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতি থেকে মুক্তি চায়। জনআকাঙ্ক্ষা হলো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। খুন, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ ও ছাত্র সমাজের পাশাপাশি পুরো জাতি আজ ঐক্যবদ্ধ।

সভা শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

জরুরি বৈঠকে বসেছে জামায়াত
১৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৯

বিশ্বে বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা
১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর