নোয়াখালী: নোয়াখালী পৌর এলাকার মাইজদী লক্ষ্মীনারায়ণপুর এলাকার মাইজদী স্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বিলুপ্ত প্রজাতির ২টি কড়ি কাইট্টা কচ্ছপ, ৩টি কচ্ছপ শিকারের টেটা ও ২টি ড্রামসহ বিকাশ কুমার বড়ুয়া (৬০) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, সদর রেঞ্জ অফিসার কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন, অ্যানিমেল রাইটস বিডি-৬৪ নামের একটি সংগঠন।
অভিযান সূত্রে জানা গেছে, মাইজদী স্টেশন এলাকায় একটি চক্র বিভিন্ন স্থান থেকে কচ্ছপ শিকার করে প্রতি কেজি কচ্ছপ ১হাজার থেকে ১২০০ টাকা করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাইজদী স্টেশনের পাশের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে ৩টি কচ্ছপ শিকারের রাকশা/টেটা, ২টি ড্রাম এবং বিলুপ্ত প্রজাতির ২টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকায় কচ্ছপ শিকারী ও ব্যবসায়ী বিকাশকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী বিকাশ জানান, তিনিসহ আরও কয়েকজন কচ্ছপ চোরাচালানকারীর অধীনে কাজ করে এবং শিকার করার পর প্রতি কেজি কচ্ছপ ১হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি করা হয়। এই চক্রটি রাতের আঁধারে ট্রাক ও বাসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কচ্ছপ পাচার করে বলেও জানান তিনি।
আটক শিকারী ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে আর জড়াবে না মর্মে অঙ্গীকার করে এবং সংশ্লিষ্ট অন্যদেরও এই পেশা ত্যাগ করতে সতর্ক করবে বলে মুচলেকা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়।