Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নমানের খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২২:০৭

-ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার পুরাতন বাজারে রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) চালানো অভিযানে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন। অভিযানে র‌্যাব ও পুলিশ সহযোগিতা করে।

অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রঙ এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই এসব খেজুর বিনষ্ট করা হয়। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া গেলে প্রায় ৩০ কেজি গুড় বিনষ্ট করা হয়। অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রঙ নষ্ট করা হয়। বিশেষজ্ঞ দলের সদস্যরা এসব খাদ্য ঘটনাস্থলেই পরীক্ষা-নিরীক্ষা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর