Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৫:০২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তবে তাদের দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসাইন জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনের রাস্তায় একটি ট্রাক আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশুকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সে পথশিশু। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ব্রিজের উপরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অজ্ঞাত এক ভ্যান চালক। যার বয়স হবে আনুমানিক (৪০) বছর।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের উপরে একটি দ্রুতগতির লেগুনা ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই রিকশাটি গিয়ে একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যায়। দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আজ ‘উইনি দ্য পুহ’ দিবস
১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫১

আরো

সম্পর্কিত খবর