ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কুমিল্লা অঞ্চলের একটি উপশাখায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত ঝুঁকি ও স্থানীয় প্রভাবশালী মহলের বাধার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি)ব্যাংকটির ধোরকাটা বাজার উপশাখার ব্যবস্থাপক মো. ইশতিয়াক উদ্দিন-এর সই করা এক লিখিত আবেদনে এ কথা জানানো হয়।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও উপশাখাটিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর পরিস্থিতির অবনতি ঘটে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রভাবশালী মহলের মাধ্যমে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা থেকে উপশাখার সকল লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে গ্রাহকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা এখনো ব্যাংকের ভেতরে অবস্থান করছেন এবং কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছেন না।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, গ্রাহকরা মুনাফা সংক্রান্ত সমস্যার সমাধান না হলে আগামীকাল থেকে শাখা খুলতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক পরিবেশ ও ব্যাংক কর্মকর্তাদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।