Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৫৬ শতাংশের বেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৯:১৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:০৯

-ফাইল ও প্রতীকী ছবি : সারাবাংলা

ঢাকা: চলতি জানুয়ারির প্রথমার্ধে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬—এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬০ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ১ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১,৮৬৪ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। ১ থেকে ১৭ জানুয়ারি ২০২৫ সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। ফলে চলতি বছরের জানুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্সে ৫৬.৩ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৮,১২৯ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ১৭ জানুয়ারি ২০২৫) রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪,৯৬৯ মিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১.১ শতাংশ।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের আস্থা বৃদ্ধি, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা এবং প্রণোদনার ইতিবাচক প্রভাবের ফলে রেমিট্যান্স প্রবাহে এই শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর