টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে কিনা, সেটাই এখন ‘মিলিয়ন ডলারের’ প্রশ্ন। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে তাদের ম্যাচগুলোর কী হবে, এ নিয়েই চলছে জল্পনা কল্পনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ যদি বিশ্বকাপে না আসে তাহলে তাদের গ্রুপে খেলবে ইউরোপের দেশ স্কটল্যান্ড।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিসিবি, আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড; সব পক্ষের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হলেও আসছে না কোন সমাধান। তিন পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে জেগেছে বড় অনিশ্চয়তা।
এরই মধ্যে বাংলাদেশকে ২১ জানুয়ারির ডেডলাইন বেধে দিয়েছে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে তাদের পরিবর্তে কে খেলবে, এ নিয়েই চলছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, র্যাংকিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকেই বেছে নিতে পারে আইসিসি। এই মুহূর্তে র্যাংকিংয়ের ১৪তম অবস্থানে আছে স্কটিশরা। এবারের বাছাইপর্ব পেরোতে পারেনি স্কটল্যান্ড।
২০০৯ সালেও ঠিকই একই পরিস্থিতিতে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। সেবার শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বেছে নেয় আইসিসি।
শেষ পর্যন্ত এবারও স্কটিশদের ভাগ্য খুলবে কিনা, সেটা জানা যাবে ২১ জানুয়ারির পরেই।