Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: আসনভিত্তিক ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯

-ফাইল ছবি

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই গণসনদ’ বাস্তবায়নে গণভোট উপলক্ষে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সংসদ নির্বাচনের পাশাপাশি একই কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া প্রথমবারের মতো যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থান।

‎নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে বলে জানান ইসির উপ সচিব মনির হোসেন।

‎গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে।

‎৩০০ আসনে পৌনে ১৩ কোটি ভোটার রয়েছে; যাতে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে।

‎সংসদ ও গণভোট একসাথে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।

‎নির্বাচন কমিশনের আদেশে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভূক্ত উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার না, ভোটকেন্দ্রের সংখ্যা (মহিলা, পুরুষ, হিজড়া), পুরুষ ও মহিলা ভোটকন্দ্র এবং গোপনকক্ষের বৃদ্ধি করা সংখ্যা তুলে ধরা হয়েছে।

‎একই সাথে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যাও তুলে ধরা হয়েছে গেজেটে। জেলা প্রশাসক কাযালয়ে পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্রের নাম ও অবস্থান, পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা (পুরুষ, নারী, হিজড়া) উল্লেখ রয়েছে।

‎*পৌনে ১৩ কোটি ভোটারের এ নির্বাচনে থাকছে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র; যাতে ২ লাখ ৪৫ হাজারের বেশি ভোটকক্ষ থাকবে।

‎*৩০০ আসনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।

‎১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

‎মহানগর এলাকা, মহানগরের বাইরে এবং বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৮ জন করে পুলিশ, অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন।

‎কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী অস্ত্রসহ ২ থেকে ৪ জন পুলিশ সদস্য রাখা হবে।

‎সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এবার নির্বাচন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য সংখ্যা ও ভোটকেন্দ্রের তথ্য তুলে ধরেছেন।

‎*সেনাবাহিনী ১ লাখ সদস্য ,

‎*নৌবাহিনী ৫ হাজার সদস্য ,

‎*বিমান বাহিনী ৩,৭৩০ জন,

‎*পুলিশ ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন,

‎*আনসার ভিডিপি ৫ লাখ ৭৬ হাজার ৩১৪,

‎*বিজিবি ৩৭,৪৫৩

‎*কোস্টগার্ড ৩৫৮৫

‎*র‌্যাব ৭,৭০০ জন

‎*সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ জন

‎সব মিলিয়ে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইন শৃঙ্খলাবাহিনী থাকবে।

‎এদিকে, ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৬১টি।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মোটভোটকেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপুল্ণ ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ১৬,৫৪৮টি ও সাধারণ ভোটকেন্দ্র ১৭ হাজার ৪৩৩টি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর