Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে ডেডলাইন দেয়নি আইসিসি—নিশ্চিত করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬ ১০:২২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৫

টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি, ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল এমনটাই। এই খবরে বেশ দুশ্চিন্তার মধ্যেই পড়েছিলেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে বিসিবি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এরকম কোন সময়সীমা বেঁধে দেয়নি আইসিসি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরপরই ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। গত কয়েক সপ্তাহ ধরে চলা টানাপোড়নের পর বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া অনেকটাই অনিশ্চিত।

এসবের মধ্যেই কয়েকবার বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসি। ইএসপিএন জানিয়েছিল, বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২১ জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। এরপর বাংলাদেশ যদি অংশ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়ে আসা হবে।

বিজ্ঞাপন

ইএসপিএনক্রিকইনফো ও এএফপির এই খবরটি অবশ্য নাকচ করে দিয়েছে বিসিবি। আইসিসির সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি তাদের। একই সঙ্গে বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিসিবির সঙ্গে বৈঠকের পর আইসিসি প্রতিনিধিরা বলেছেন, তারা ফিরে গিয়ে আইসিসিতে সবকিছু জানাবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমজাদ সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে ওনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধু জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদের জানিয়ে দেবেন।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর