দুদিন আগেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল তারা। এবার চ্যাম্পিয়নস লিগে পুঁচকে বোর্দো গ্লিমটের কাছে ধরাশায়ী হলো ম্যানচেস্টার সিটি। গ্লিমটের মাঠে ৩-১ গোলে হেরে তিন দিনের ব্যবধানে বড় দুই হারের তিক্ত স্বাদ পেল সিটিজেনরা।
গ্লিমটের মাঠে পুরো ম্যাচজুড়েই ছিল স্বাগতিকদের দাপট। ৩৫ শতাংশেরও কম সময় বল দখলে রেখে গোলের জন্য আটটি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখেছে গ্লিমট। অন্যদিকে সিটি ১৬ শট নিয়েও মাত্র পাঁচটি লক্ষ্যে রাখতে পারে।
২২ মিনিটে লিড নেয় গ্লিমট। কাসপের হোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিছুক্ষণ পরেই লিড দ্বিগুণ করেন হো। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে গ্লিমট।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সিটির জালে তৃতীয় গোল দেয় গ্লিমট। এবার গোলের দেখা পান ইয়েন্স হোগা। ৬০ মিনিটে ব্যবধান কমায় সিটি। হায়ান শেকির গোলে ম্যাচে তখনও ৩-১ গোলে পিছিয়ে সিটি।
৬০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির রদ্রি। ১০ জনের দল নিয়ে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। ৩-১ গোলের জয় নিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল গ্লিমট।
৭ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে সিটির পয়েন্ট ১৩। প্রথম জয় পাওয়া গ্লিমটের পয়েন্ট ৬।