Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে জামায়াতের কার্যালয়ে তালা দিয়ে দাঁড়িপাল্লার সমর্থকদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৩:০৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৩:১০

জামায়াতের কার্যালয়ে তালা দিচ্ছেন দাঁড়িপাল্লার সর্মথকরা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নেজামী ইসলামকে প্রত্যাহার করে দাঁড়িপাল্লার প্রার্থীতা তোফায়েল আহমেদ খানকে দেওয়ার দাবিতে শহরের জামায়াতের কার্যালয়ে তালা দিয়েছে তার কর্মী-সমর্থক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের হাসন নগরের জেলা জামায়াতের কার্যালয়ে ১ আসনের জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদ খানের সমর্থক ও নেতাকর্মীরা এই তালা দেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ ১ আসনে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াতের প্রার্থী তোফায়েল আহমেদ খান। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ১ আসনে (তাহিরপুর -জামালগঞ্জ-মধ্যনগর -ধর্মপাশা) ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মোজ্জামেল হককে মনোনয়ন দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী তোফায়েল আহমদ খানকে সঙ্গে নিয়ে জেলা শহরের জামায়াতের কার্যালয়ে এসে একটি কক্ষে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে পুরো কার্যালয়ের প্রধান ফটকগুলোতেও তালা দেয় তার কর্মী-সমর্থকরা।

বিজ্ঞাপন

এই বিষয়ে রাজন মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে তোফায়েল আহমেদ খানের সঙ্গে মাঠ পর্যায়ে নির্বাচনি প্রচারণা করছি। অথচ আজকে ১০ দলীর জোটের প্রার্থীকে ছাড় দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখজনক।

এ বিষয়ে মাওলানা খায়রুল বাসার বলেন, এরই মধ্যে তোফায়েল আহমেদ খান সুনামগঞ্জ ১ আসনে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু আজকে ১০ দলীয় জোটের প্রার্থী দেওয়ায় ওই আসনটা জামায়াত নাকি ছেড়ে দিয়েছে। তাই আমরা আজকে তালা দিয়েছি জামায়াতের কার্যালয়ে।

তবে এই বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের তোফায়েল আহমেদ খান বলেন, অবরুদ্ধ অবস্থায় নেতাকর্মীদের জানালা দিয়ে বাজানোর চেষ্টা করেছেন। কিন্তু নেতাকর্মীরা তার কথা শুনে নি।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, ‘আজকে এখানে যারা জামায়াতের কার্যালয় তালা দিয়েছে তারা সেটা ঠিক করেনি। জামায়াত এই সব পছন্দ করে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর