Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না: মোবারক হোসাইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৩:১৮

জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ৬০ ফিট সড়কে বিক্ষোভ মিছিল।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না।

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু একটি দল আচরণবিধি মনিটরিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।

বুধবার (২১ জানুয়ারি) সকালে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর ৬০ ফিট সড়কে বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “জামায়াত সকল প্রস্তুতি নিয়েই আগামীতে সব সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাআল্লাহ। এখানে কোনো সন্ত্রাসীদের বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মিছিলটি মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মো. মুহিবুল্লাহ, মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানার আমীর অধ্যাপক মতিন খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, মহানগর পশ্চিম সেক্রেটারি মুহিবুল্লাহ হুসাইনসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর