ময়মনসিংহ: উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনে জাতীয় সংসদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে এই প্রতীক বরাদ্দ শুরু হয়।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কর্মী সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক গ্রহণ করেন।
ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ৬৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলের জন্য সমান সুযোগ রেখে সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসবমুখর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।