পিরোজপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে ধানের শীষ এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীকে দাঁড়িপাল্লা প্রতীকের বরাদ্দসংক্রান্ত কাগজপত্র তুলে দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে এই দুই প্রার্থী ছাড়া আর কোনো দলীয় বা স্বতন্ত্র প্রার্থী নেই। ফলে এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত এই দুই প্রার্থীর মধ্যেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রার্থীদের সমর্থক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’
অপরদিকে মাসুদ সাঈদী বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণের রায় প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পিরোজপুর-১ আসনে নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একমাত্র দুই প্রার্থীর অংশগ্রহণে এই আসনের নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।