Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৫ আসনে প্রতীক বরাদ্দ: বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৬:০৩

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে ঢাকা-১৫ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

‎বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঢাকা-১৫ আসনে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ‘ধানের শীষ’ এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক লাভ করেন।

‎বিএনপির অভিযোগ: আচরণবিধি লঙ্ঘন ও তথ্য সংগ্রহ প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন অভিযোগ করেন, জামায়াত শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি বলেন, “আমরা পাঁচজন প্রতিনিধি নিয়ে এলেও তারা ১০ জনের বেশি লোক নিয়ে কেন্দ্রে ঢুকেছে। এছাড়া তাদের নারী কর্মীরা পীরেরবাগ ও শেওড়াপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। স্থানীয়রা এ বিষয়ে প্রশ্ন করলে জামায়াত কর্মীরা বিএনপির দুই কর্মীকে মারধর করেছে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

‎জামায়াতের পাল্টা অভিযোগ: অপপ্রচার ও সন্ত্রাসী হামলা জামায়াতের আমিরের পক্ষে প্রতীক গ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিএনপির অভিযোগ অস্বীকার করে তিনি একে ‘অসত্য’ এবং ‘ঐক্য বিনষ্টের চেষ্টা’ বলে অভিহিত করেন। জুবায়ের বলেন, “একটি বিশেষ দল থেকে আমাদের নারী কর্মীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। গতকালও আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণের বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।” তিনি একটি সন্ত্রাসমুক্ত নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তার আগে কোনো পক্ষই যেন আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

‎উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে ‘জুলাই সনদ’ সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লেখার জাদুতে বছরে আয় ২০ লাখ!
২১ জানুয়ারি ২০২৬ ১৬:০১

আরো

সম্পর্কিত খবর