ঠাকুরগাঁও: নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা একক নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে রাষ্ট্রপতির সঙ্গে ভাগাভাগি। রাষ্ট্রপতি শুধু সিল মারার জন্য যেন বসে না থাকেন। একুশে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দেওয়া। রাষ্ট্রপতির কোন ক্ষমতা নেই।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট প্রচারণার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশে একটি পরিবর্তন আনব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নয় পাঁচ-দশ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করা। আমরা তো কোনো প্রচারণার মধ্যে যাইনি। গণভোটের মাধ্যমে যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশ যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে।
তিনি বলেন আমাদের দেশের ভবিষ্যৎ গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মালিক দেশের জনগণ। কোনো দল যদি ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচারণা করে থাকে তাহলে বুঝতে হবে তারা এই দেশের রক্তের সঙ্গে বেইমানি করছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে এতো গুলো মানুষের প্রাণ গেল। শিক্ষার্থীদের মেরে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এমন বর্বরতা কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই। এজন্য আমরা আর সেই জায়গা চাইনা। আমরা চাইনা যারা ক্ষমতায় আসবে তাদের মাধ্যমে আবারও এ ঘটনাগুলোর পুনরাবৃত্তি হোক। তবে যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন তারা না ভোটের পক্ষে থাকতে পারে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উপদেষ্টা বলেন, অনেক মাফিয়া এখন আর নেই। গত রমজানে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ার আশংকা থাকলেও আমরা সেটা হতে দেইনি। আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছি। তবে সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে কোনো প্রতিনিধি না থাকায় তেমন কোন কাজ করতে পারিনি। তবে চাচ্ছিলাম যে প্রতিটি জেলায় একটি কর্ম প্রশিক্ষণের ব্যবস্থা করার যেখান থেকে যেমন শ্রমশক্তি বের হবে তেমনি উদ্যোক্তাও তৈরি হবে।
উন্নয়ন নিয়ে উপদেষ্টা বলেন, এই উত্তরবঙ্গে ভালো কল-কারখানা হওয়ার কথা। কিন্তু আমাদের প্রতিবন্ধকতা হলো ক্ষমতার গণ্ডির ভিতরেই অবস্থান করা। তবে আমরা আগামী সরকারের জন্য এর কিছু সুপারিশ করে যাবো যেন সারা দেশে সুষম বণ্টন হয়। কোনো জেলা উপজেলা যেন অবহেলিত না হয় এবং পিছিয়ে না থাকে।
এ সময় উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেলা দেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও ঠাকুরগাঁও ১ আসনের বিভিন্ন এলাকা থেকে আসা ভোটাররা।