বগুড়া: বগুড়ার ৭টি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এদিন বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক বরাদ্দ পেয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছে থেকে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এই আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন তারা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ হাতপাখা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীক বরাদ্দ পান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বগুড়ায় ৩ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তাদের বাদ দিয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই তিন প্রার্থী হলেন- বগুড়া-১ আসনে শাহজাদী আলম লিপি, বগুড়া-৩ আসনে তৈাহিদুল আলম, বগুড়া-৪ আসনে কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস।
জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ এবং হিজড়া ১০ জন ভোটার রয়েছেন।