Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সাফ ফুটসালে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ১৮:১১

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানীর নৈপুণ্যে লাল-সবুজ দল ৬–৩ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে।

থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুই গোল হজম করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাবিনা খাতুন প্রথমার্ধেই দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান।

বিরতির পর সুমাইয়া, কৃষ্ণা রানী ও মাসুরার গোলের পাশাপাশি শেষ মুহূর্তে কৃষ্ণার আরেকটি গোলে ব্যবধান বড় করে বাংলাদেশ। শেষ মুহুর্তে অবশ্য আরও এক গোল শোধ দেয় লঙ্কানরা। তাতে ৬-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম ভারতের।

বিজ্ঞাপন

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর