Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
স্বস্তির জয়ে শেষ ১৬ এর আশা বাঁচিয়ে রাখল বার্সা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬ ০৮:৫২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩

শীর্ষ ৮ এ থেকে সরাসরি শেষ ১৬ তে যাওয়ার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। শুরুতেই গোল হজম করে কাজটা বেশ কঠিন করে তুলেছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত দারুণ এক জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কাতালানরা। স্লাভিয়া প্রাহাকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষ ৮ এ থাকার আশা বাঁচিয়ে রাখল বার্সা।

প্রাহার মাঠে ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সা। ভাসিল কুসেজের গোলে এগিয়ে যায় প্রাহা। ম্যাচে ফিরতে মরিয়া বার্সা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের আগেই। ৩৪ ও ৪২ মিনিটের মাথায় জোড়া গোলে বার্সাকে লিড এনে দেন ফিরমিন লোপেজ। হাফ টাইমের আগে অবশ্য আবার ম্যাচে সমতা ফেরায় প্রাহা। রবার্ট লেভানডস্কির আত্মঘাতী গোলে ২-২ এ সমতা ফেরে ম্যাচে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বার্সাকে আবার লিড এনে দেন দানি অলমো। ৭০ মিনিটে লেভানডস্কির গোলে লিড আরও বাড়ায় বার্সা।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। তাদের ওপরের তিন দল ও নিচের চার দলেরও সমান ১৩ পয়েন্ট করে। প্রথম পর্বে বাকি আর এক রাউন্ড।

৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের সঙ্গে জায়গা করে নিতে।

বিজ্ঞাপন

বড় পদে নিয়োগ দিচ্ছে বিকাশ
২২ জানুয়ারি ২০২৬ ০৮:৫১

নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ
২২ জানুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর