বান্দরবান: বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তাঁর নির্বাচনী প্রচারণা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনেই তিনি গিয়েছেন পাহাড়ি গ্রামগুলোতে। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে প্রার্থীর করমর্দন, শোনেন তাদের দীর্ঘদিনের বঞ্চনা আর সমস্যার কথা। পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি, ব্যবসায়ী, তরুণদের সঙ্গে কথা বলছেন প্রার্থী।
বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামীর বাংলাদেশ, জনগণ ও বিএনপি’র জন্য অমূল্য সম্পদ। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে সুন্দর বাংলাদেশ দেশের জনগণকে উপহার দিতে পারবেন।
রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানবাসীর উদ্দেশে বলেন, পাহাড়ি আর বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা আর ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। থানচি থেকে শুরু করেছি, কারণ দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি জানি।
দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি-বাঙালি ভোটারদের একত্র করার বার্তা দিচ্ছেন বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পাহাড়ি এই জনপদে রাজনৈতিক উত্তাপ।