চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চুয়াডাঙ্গার দুটি আসনে প্রতিদ্বন্দী ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন দাঁড়িপাল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন পেয়েছেন দাঁড়িপাল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজীব পেয়েছেন হাতপাখা প্রতীক।
প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে সকল প্রার্থীকে মেনে চলতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।’