Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১২:৫০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪:০৩

সিলেটে সমাবেশ মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সিলেট: সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সমাবেশ মঞ্চে ওঠেন তিনি। এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদরাসার মাঠ। এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন দলেন চেয়ারম্যান তারেক রহমানের।

প্রায় ২২ বছর পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আজ ভোর থেকেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। সিলেটের বন্দরবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, মদিনা মার্কেট থেকে জনসভাস্থলের দিকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে বিএনপি নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল।

আলিয়া মাদরাসা মাঠ ও এর আশেপাশের এলাকা হাজারও মানুষের পদচারণায় মুখরিত। তাদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।

মিছিলগুলোতে দেখা গেছে, বিএনপি নেতাকর্মীরা নানা ধরনের প্ল্যাকার্ড ও ধানের শীষ নিয়ে আলিয়া মাদরাসার উদ্দেশে যাচ্ছেন এবং মিছিল থেকে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতেই আলিয়া মাদ্রাসা মাঠ পূর্ণ হয়ে গেছে। ফলে, সকাল থেকে যারা আসছেন তাদের বেশিরভাগকেই আশেপাশের রাস্তাগুলোতে দাঁড়াতে হচ্ছে।

এদিকে তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে তারেক রহমান বিমানে সিলেট পৌঁছান এবং রাতেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের এই জনসভা শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর