Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরের ৪ আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৩:১৬

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় জেলার চারটি আসনের মোট ২৯ জন প্রার্থীর মাঝে দলীয়সহ স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেয়া হয়। এর মধ্যে তিন জন নারী প্রার্থী রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ২১ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাতজন।

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারি-আলফাডাঙ্গা) আসনে প্রার্থী ৯ জন, ফরিদপুর-২(সালথা-নগরকান্দা) আসনে ৬ জন, ফরিদপুর-৩ (সদর) আসনে ৬ জন ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনটিতে ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিজ্ঞাপন

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, নির্বাচন কমিশনের নীতিমালার প্রতি সতর্ক অবস্থানে থেকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর