কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৯২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট ও ২৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৫০০ টাকা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জানুয়ার) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের ২ নম্বর জিপি গেটে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৪৫ হাজার প্যাকেট ‘মনস্টার’ এবং ৪৭ হাজার প্যাকেট ‘সিজার’ ব্র্যান্ডের অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেটের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া একই দিন বিকেলে দৌলতপুর উপজেলার মথুরাপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে রাত ১২টায় বকুলতলা মাঠ থেকে আরও ৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া কাভার্ড ভ্যানসহ অবৈধ সিগারেট বিধি অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। উদ্ধার করা ভারতীয় গাঁজা ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।