Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ বয়কট করবে জার্মানি?

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬ ১৩:২৮

ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ৫ মাস। এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই জার্মানির অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জার্মান গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে জার্মানি!

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জার্মান ফুটবল ফেডারেশনকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা। জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সরকারেরও এতে সম্মতি আছে।

বিজ্ঞাপন

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, জার্মানিসহ ইউরোপের ৮টি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেটি কার্যকর হলে পালটা ব্যবস্থা হিসাবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পরে জার্মানি।

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি হলেও অধিকাংশ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করেন, জার্মানির মতো ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বর্জনের ডাক দিতে পারে।

বিশ্বকাপে খেলা বা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। বয়কটের পক্ষে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন রাজনীতিবিদরা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে। বিপরীতে বিশ্বকাপে খেলার পক্ষে ৩৫ ভাগ মানুষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর