Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পালটা-ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ফলে মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশের উপস্থিতিতে আইডিয়ালের শিক্ষার্থীরা পিছু হটলেও সড়ক ছাড়েনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) কলেজ ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

আজ আহত ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে এলে তার সহপাঠীরা ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়, যা সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর