ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোটই আগামীতে সরকার গঠন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই জনপদের প্রতিটি লড়াই-সংগ্রামের সঙ্গেই এই বিদ্যাপীঠের নাম জড়িয়ে আছে। তাই বাংলার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখান থেকেই নির্বাচনি যাত্রার সূচনা করেছি।
এবারের নির্বাচনকে তিনি কেবল একটি সাধারণ ভোট হিসেবে নয় বরং আধিপত্যবাদ বিরোধী ‘আজাদীর যাত্রা’ হিসেবে অভিহিত করেন। তিনি আরও স্পষ্ট করেন যে, আমাদের এই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। নির্বাচনের আগেই এই হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করতে হবে।
প্রচারণা চলাকালীন বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ তুলে বলেন, সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান বজায় না রেখে একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণের মধ্যেও ১০ দলীয় জোট জনগণের সমর্থনে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।
এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে নির্বাচনী স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।