Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকারীদেরই ভারত বন্ধু ভাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:৩২

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

কুমিল্লা: জামায়াতকে ভোট দিলে মানুষের জায়গা-জমি ও সম্পদ দখল হয় না। হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকারীদেরই ভারত বন্ধু ভাবে। তাই আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দুর্নীতিবাজ, দখলবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুফুয়ায় নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত প্রার্থী ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।

নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন ছুফুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান সাধারণ ভোটারদের মাঝে। হাত মিলানো কৌশল বিনিময় সালাম বিনিময় মাধ্যমে তিনি ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। শুনেন সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশার কথা।

বিজ্ঞাপন

সকাল থেকে প্রচার-প্রচারণা শুরু হলেও তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদিনই তিনি গণসংযোগ চালাবেন বলে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান,সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, জামায়াত নেতা মহিউদ্দিন ভুঁইয়া নইম, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, উপজেরা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন,সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর