Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদদের কবর জিয়ারত করে আমির হামজার নির্বাচনি প্রচার শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪

কুষ্টিয়া: জুলাই শহিদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় গোরস্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহিদদের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় মুফতি আমির হামজা বলেন, আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলদারি, চাঁদাবাজি ও বৈষম্য থেকে মুক্ত করতেই তারা এই নির্বাচনি লড়াইয়ে অংশ নেওয়া। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে দেশকে জুলুম-অত্যাচারমুক্ত করি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সৎ যোগ্য এবং নিরপেক্ষ মানুষ যারা দেশ ও ইসলামের জন্য যারা এদেশে জান প্রাণ দিয়ে কাজ করবে আশা করি তাদের পক্ষে আপনারা থাকবেন। আজকে ১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। আমরা এতদিন নির্বাচনের পরিবেশে ছিলাম না শুধু নামে নির্বাচন হয়েছিল। এবারের এই যে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়।

শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমির হামজা বলেন, যে শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে পেলাম তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। কোরআন থেকে আমরা জেনেছি যারা শাহাদাত বরণ করে তারা মরে না তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আরেকটা জগতে শুধু পাড়ি জমিয়েছে।

এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর