Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দুই কার্যদিবস সূচকে পতন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৬:২৫

ঢাকা: সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে পুঁজিবাজারে উত্থানের পর টানা দুই কার্যদিবসে সূচকের পতন ঘটেছে। বেশিরভাগ কোম্পানির দর হারানোর দিনে সার্বিক লেনদেনও কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৩ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস মঙ্গলবার ১৭ পয়েন্ট, সোমবার ৫৬ পয়েন্ট ও রোববার ৭৬ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই তিন কার্যদিবসে ডিএসইক্স সূচকটি বাড়ে ১৪৯ পয়েন্ট। এরপর বুধবার কমে ৩ পয়েন্ট।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে ৫৩৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগেরদিন ছিল ৬০৫ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৯ কোটি ৪৮ লাখ টাকা বা ১১ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫টির বা ৩৭.১৮ শতাংশের। আর দর কমেছে ১৮৯টির বা ৪৮.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬টির বা ১৪.৩৬ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ১৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩টির, কমেছে ৫৬টির এবং পরিবর্তন হয়নি ২৫টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৫৩ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

টানা দুই কার্যদিবস সূচকে পতন
২২ জানুয়ারি ২০২৬ ১৬:২৫

আরো

সম্পর্কিত খবর