জামালপুর: হযরত শাহ জামাল (র:) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন জামালপুর-৫ সদর আসনে বিএনপির প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি শহরের পাথালিয়া, বকুলতলা, তমালতলা ও দয়াময়ী মোড়সহ বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন। এ সময় তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত জামালপুর গড়তে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসব পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার সকাল থেকে জেলার অপর ৪ টি সংসদীয় আসনেও নির্বাচনী প্রচারনা শুরু করেছেন সব প্রার্থীরা।