বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আবু নাসেরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এদিকে একই দিন সদরের রাজাপুর ইউনিয়নে তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, রাজাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কার রেজা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রতন মিয়া বল্টু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দফতর সম্পাদক জুয়েল হাসান, প্রচার সম্পাদক বজলার রহমান, সরিফ সাকিদার, ইউসুফ বাদল, সরাফত আলী বাদল, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, আবু তাহের, আব্দুল্লাহেল কাফি, আনিছার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খালিদ হাসান আকাশ, বিকাশ, আবেদুর রহমান তোতা ফকির ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজিব।
প্রচারণার প্রথম দিনে নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান এবং সমর্থন কামনা করেন।